সিরাজ সরকার - হোমনা, কুমিল্লা
৪৭৪৪. Question
আমাদের শ্রদ্ধাভাজন জনাব আবদুস সবুর সাহেব বড় রাস্তার পাশে একটি ইবতেদায়ী সরকারী আলিয়া মাদরাসা প্রতিষ্ঠার জন্য দুই বিঘা জমি ওয়াকফ করেন। মাদরাসা প্রতিষ্ঠার পর ৩-৪ বছর সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু ওয়াকফকারীর মৃত্যুর পর বিভিন্ন কারণে তা বন্ধ হয়ে যায়। এরপর তা বছর খানিক এভাবেই পড়ে থাকে। এখন মাদরাসা কমিটি ও এলাকাবাসি চাচ্ছে যে, উক্ত জায়গায় একটি হাফিজিয়া/এবতেদায়ী কওমী মাদরাসা বানাতে। অথবা তা পাশের জামে মসজিদের আয়-উন্নতির জন্য দিয়ে দিতে।
তাই মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, উক্ত জায়গায় মাদরাসা বানাব না তা মসজিদের জন্য দিয়ে দেব? অথবা অন্য কাজে লাগাব?
এ ব্যাপারে আমাদের করণীয় সম্পর্কে সঠিক দিকনিদের্শনা কামনা করছি। আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দিন।
Answer
প্রশ্নের বিবরণ অনুযায়ী উক্ত জমিতে একটি দ্বীনী হাফিজিয়া/এবতেদায়ী মাদরাসা পরিচালনা করা জায়েয হবে। কারণ এটা ওয়াকফকারীর উদ্দেশ্যের অন্তর্ভুক্ত।
তবে জমিটি মসজিদের আয়-উন্নতির কাজে ব্যবহার করা জায়েয হবে না এবং যে কাজের জন্য ওয়াকফ করা হয়েছে এর বাইরে অন্য কোনো কাজেও লাগানো যাবে না।
-রদ্দুল মুহতার ৪/৪৪৫, ৪৩৪, ৩৫৯; ফাতাওয়া বায্যাযিয়া ৬/২৬১; ফাতাওয়া হিন্দিয়া ২/৩৬২