Jumadal Akhirah-Rajab 1440 || March 2019

রবিউল হাসান - মোমেনশাহী

৪৭৪০. Question

কিছুদিন আগে দুধ খাওয়ার জন্য একটি গাভী ক্রয় করি এবং মনে মনে এ নিয়তও করি যে, গাভীর মূল্য বেড়ে গেলে বিক্রি করে দেব। জানার বিষয় হল, আমার উপর কি এ গাভীটির যাকাত আদায় করা ওয়াজিব? জানালে কৃতজ্ঞ থাকব।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে গাভীটি যেহেতু দুধ খাওয়ার জন্যই ক্রয় করা হয়েছে তাই পরবর্তীতে তা বিক্রি করে  দেওয়ার নিয়ত থাকলেও তা ব্যবসার পণ্য বলে বিবেচিত হবে না। সুতরাং তা বিক্রি করে দেওয়ার আগ পর্যন্ত এর যাকাত দিতে হবে না। গাভীটি যখন বিক্রি করে দেওয়া হবে তখন বিক্রিলব্ধ মূল্য নেসাব পরিমাণ হলে যাকাতযোগ্য সম্পদ বলে বিবেচিত হবে।

-খুলাসাতুল ফাতাওয়া ১/২৪০; ফাতহুল কাদীর ১/১৬৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যা ১/১৮৩; ফাতাওয়া তাতারখানিয়া ২/১৬৯

Read more Question/Answer of this issue