রিফাত হোসেন - আজিমপুর, ঢাকা
৪৭৩৮. Question
আমার নাতি আর্মিতে চাকুরি করে। সে গত রমযানে আমার নিকট ২৩ হাজার টাকা পাঠিয়ে বলল, ১০ হাজার টাকা আপনার জন্য আর ১৩ হাজার টাকা যাকাতের।
আপনি যে কোন জায়গায় তা দিয়ে দিবেন। এরপর আমি যাকাতের টাকাগুলো আমার বড় ছেলে, যার সংসার চালাতে অনেক কষ্ট হয় তাকে দিয়ে দেই। এখন আমার দুটি বিষয় খটকা লাগছে-
ক. ভাগিনার যাকাতের অর্থ মামাকে দিলে যাকাত আদায় হবে কি না?
খ. আমি আমার ছেলেকে যাকাতের টাকা দেওয়ার দ্বারা আমার দায়িত্ব পালনে কোনো ত্রুটি হয়েছে কি না?
Answer
ভাগিনা মামাকে যাকাত দিতে পারে। তাই আপনার বড় ছেলে যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে নাতির টাকা (তার মামাকে) আপনার বড় ছেলেকে দেওয়া জায়েয হয়েছে এবং যাকাতের টাকাগুলো তাকে দেওয়ার দ্বারা আপনার দায়ীত্বও যথাযথভাবে আদায় হয়েছে।
-ফাতাওয়া খানিয়া ১/১৬৭; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৪২৬; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২২৭; আদ্দুররুল মুখতার ২/২৭০