Jumadal Akhirah-Rajab 1440 || March 2019

মুহাম্মাদ সালমান বিন ইমরান - গল্লামারী, খুলনা

৪৭২৬. Question

আমার কোমরে প্রচ- ব্যাথা। তাই আমি সাধারণত বসে নামায পড়ি। একদিন এশার নামাযে ব্যাথা কিছুটা কমে। তাই মনে করলাম নামায হয়ত দাঁড়িয়ে পড়তে পারব। সে হিসেবে দাঁড়িয়ে নামায শুরু করি। কিন্তু নামাযের মধ্যে ব্যাথা বেড়ে যায়। ফলে বাকি নামায আর দাঁড়িয়ে পড়া সম্ভব হয়নি। বসেই শেষ করতে হয়েছে। এখন মুফতী সাহেবের কাছে জানার বিষয় হল, দাঁড়িয়ে নামায শুরু করার পর ওজরের কারণে বসে পড়ার সুযোগ আছে কি না? জানিয়ে বাধিত করবেন।

Answer

হাঁ, ফরয নামায দাঁড়িয়ে শুরু করার পর বাস্তবেই যদি এমন ওজর দেখা দেয়, যার কারণে দাঁড়িয়ে নামায পড়া বেশি কষ্টকর হয়ে যায় তাহলে বাকি নামায বসে পড়া জায়েয। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য বসে নামায পড়া সহীহ হয়েছে।

-কিতাবুল আছল ১/১৯২; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ১/১০৬; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৬; ফাতাওয়া তাতারখানিয়া ২/৬৭৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৭; রদ্দুল মুহতার ২/১০০

Read more Question/Answer of this issue