তালীব রহমান - উত্তরা, ঢাকা
৪৭২২. Question
আমরা জানি, নফল নামায শুরু করার পর ভেঙে ফেললে তা কাযা করতে হয়। এখন যদি কেউ মাকরূহ ওয়াক্তে নফলের নিয়ত বাঁধার পর কোনভাবে বুঝতে পেরে নামায ছেড়ে দেয় তাহলে কি এই নফলেরও কাযা করতে হবে? এ জিজ্ঞাসার কারণ, এ সময় তো এমনিতেই নামায পড়া অনুচিত ছিল। জানালে খুব উপকার হয়।
Answer
হাঁ, মাকরূহ ওয়াক্তে নফল শুরু করে ভেঙে ফেললেও তা কাযা করতে হবে। কেননা নফলের কাযা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে মাকরূহ ওয়াক্তে শুরু আর সাধারণ ওয়াক্তে শুরুর মধ্যে কোনো পার্থক্য নেই। অতএব পরবর্তীতে সাধারণ সময়ে (মাকরূহ নয় এমন ওয়াক্তে) তা কাযা করে নিতে হবে।
-আলমাবসূত, সারাখসী ১/২০৯; বাদায়েউস সানায়ে ২/৬; মুখতারাতুন নাওয়াযিল ১/২৪৮; ফাতাওয়া খানিয়া ১/৭৫