Jumadal Akhirah-Rajab 1440 || March 2019

মুহাম্মাদ আবদুল বাসেত - মোহাম্মাদ নগর, খুলনা

৪৭২০. Question

জুমার পরের সুন্নত আমি সাধারণত চার রাকাত পড়ি। একদিন চার রাকাত পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় এক আলেম বললেন, জুমার পরের সুন্নত ছয় রাকাত পড়া উত্তম। হুযুরের কাছে জানার বিষয় হল, আসলেই কি জুমার পরে ছয় রাকাত পড়া উত্তম? জানিয়ে বাধিত করবেন।

Answer

উক্ত আলেম ঠিকই বলেছেন। জুমার পরে প্রথমে চার রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ার পর ভিন্ন সালামে দুই রাকাত পড়া সুন্নত। তবে অনেক ফকীহের মতে এ দু’রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদার অন্তর্ভুক্ত।

-শরহু মাআনিল আছার ১/২৩৪; আলমাবসূত, সারাখসী ১/১৫৭; ফাতহুল কাদীর ২/৩৯; আলমুহীতুল বুরহানী ২/২৩৪; আততাজনীস ওয়াল মাযীদ ২/১০৭; এলাউস সুনান ৭/১৭

Read more Question/Answer of this issue