আশরাফুল আলম - মিরপুর, ঢাকা
৪৭৭৪. Question
আমি শুনেছি বাণিজ্যিক ব্যাংকগুলোতে চাকরি করা হারাম। বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রেও কি একই বিধান? বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম অন্যান্য ব্যাংকের মত নয়। এরা কাউকে (ব্যক্তিগতভাবে) ঋণ দেয় না, আমানতও নেয় না। তবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেয় অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য। বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ ও প্রতিষ্ঠার কারণ দেশের আর্থিক ব্যবস্থা ঠিক রাখা ও ভারসাম্য রক্ষা করা। এক্ষেত্রে এখানে চাকরি করা কি হারাম হবে? যদি উত্তর দেয়া হয় তাহলে খুব উপকৃত হব।
Answer
বাংলাদেশ ব্যাংক সকল সুদী ব্যাংকের পরিচালক। সুদী ব্যাংকসহ অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিচালনা করাই তার মূল কাজ। তাই বাংলাদেশ ব্যাংকে চাকরি করা সুদী অর্থব্যবস্থায় সহযোগিতার নামান্তর। এছাড়া বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে যে, তাদের আয়ের সিংহভাগই সুদ থেকে অর্জিত। তাই প্রশ্নোক্ত ব্যাংকে চাকুরি করার হুকুম অন্যান্য ব্যাংকে চাকরি করার মতই।
-সহীহ মুসলিম, হাদীস ১৫৯৮; তাকমিলা ফাতহুল মুলহিম ১/২১৯