মাহবুবুর রহমান মারুফ - বরিশাল
৪৭৭৩. Question
আমরা জানি, একজাতীয় জিনিস সমান সমান করা ব্যতীত কমবেশি করে লেনদেন করা অথবা বিনিময় করা জায়েয নেই।
এখন প্রশ্ন হল, আমরা যখন মোবাইলে টাকা রির্চাজ করার জন্য দোকানদারকে বিশ টাকা দেই, তখন সে ১ টাকা কম ১৯ টাকা রির্চাজ করে দেয়। এক্ষেত্রে আমাদের এই লেনদেন কমবেশি করার কারণে সুদী লেনদেন হবে কি না?
আর যদি সুদ হয় তাহলে বিগত দিনগুলোতে যে লেনদেন করা হয়েছে তাতে উভয়ের কী হুকুম? বিস্তারিত জানালে আমরা সকলেই উপকৃত হতাম।
Answer
মোবাইলে টাকা রিচার্জের ক্ষেত্রে কম বেশি লেনদেন করা সুদ নয়। কারণ এক্ষেত্রে একজাতীয় জিনিসের লেনদেন হয় না। কেননা মোবাইলে টাকা রির্চাজ করার মানে হচ্ছে টেলি যোগাযোগ সেবা ক্রয় করা। সুতরাং একদিকে টাকা অন্যদিকে মোবাইল অপারেটরের সেবা ক্রয় করা হচ্ছে। টাকার মোকাবেলায় টাকা হচ্ছে না। তাই মোবাইলে কম টাকা রির্চাজ হলেও তা সুদ হবে না।
-খুলাসাতুল ফাতাওয়া ৩/১০২; ফাতাওয়া হিন্দিয়া ৩/১১৭; আদ্দুররুল মুখতার ৫/১৭২