Shaban-Ramadan 1440 || April-May 2019

আবদুল হক - বি. বাড়িয়া

৪৭৬১. Question

মাননীয় মুফতী সাহেব! রমযান মাসে অনেককে দেখা যায় যে, তারা অযু করার পর মুখের ভেতরে অযুর পানি থাকার ভয়ে বারবার থুথু ফেলতেই থাকে, ফলে দ্রæত গলা শুকিয়ে যায়। আবার কেউ কুলির পর একবারও থুথু ফেলে না।

তো প্রশ্ন হল, অযু করার পর মুখে যে আর্দ্রতা থাকে তা কি থুথুর সাথে গিলে ফেলা যাবে, না ফেলে দিতে হবে? এক্ষেত্রে আসলে সঠিক মাসআলাটি কী?

Answer

কুলির পরে মুখে লেগে থাকা আর্দ্রতা বা ভেজাভাব পানির হুকুমে নয়। সুতরাং কুলির পরে থুথুর সাথে তা গিলে ফেললে রোযার কোনো ক্ষতি হবে না। আর এই আর্দ্রতা দূর করার জন্য বারবার থুথু ফেলারও প্রয়োজন নেই; বরং এটা অহেতুক কাজ।

-বাদায়েউস সানায়ে ২/২৩৮; ফাতহুল কাদীর ২/২৫৮; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৩; ফাতাওয়া বাযযাযিয়া ৪/১০০; আদ্দুররুল মুখতার ২/৩৯৬; মারাকিল ফালাহ পৃ. ৩৬১

Read more Question/Answer of this issue