Shaban-Ramadan 1440 || April-May 2019

আব্দুর রহমান - নেত্রকোণা

৪৭৬০. Question

কিছুদিন আগে আমার বড় ভাবী ইন্তেকাল করেন। শোক সংবাদটি আমার এক বন্ধুকে জানালে প্রসঙ্গক্রমে সে আমাকে একটি মাসআলা বলে। তা হল- ‘স্বামীর জন্য মৃত স্ত্রীকে গোসল করানো, স্পর্শ করা এমনকি দেখাও জায়েয নেই।’। তাই তুমি এ গুরুত্বপূর্ণ মাসআলাটি তোমার ভাইকে জানিয়ে দিয়ো! মাসআলাটিতে আমার সন্দেহ জাগে, ফলে তখন তা আর ভাইয়াকে জানাইনি।

প্রশ্ন হল, আসলেই কি স্বামীর জন্য মৃত স্ত্রীকে গোসল করানো, স্পর্শ করা এবং দেখা নাজায়েয? এক্ষেত্রে শরীয়তের বিধানটি জানিয়ে বাধিত করবেন।

Answer

স্বামীর জন্য মৃত স্ত্রীকে গোসল করানো ও স্পর্শ করা জায়েয নয়। তবে বিশুদ্ধ মতানুযায়ী স্বামীর জন্য মৃত স্ত্রীকে দেখা জায়েয আছে। স্বামীর জন্য দেখা জায়েয নয়- এ কথা ঠিক নয়।

-মুসান্নফে ইবনে আবী শাইবাহ, বর্ণনা ১১৯০২; কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ রাহ. ১/২৪৫; মুখতাসারুত তাহাবী পৃ. ৪১; আলমুহীতুল বুরহানী ৩/৫০; খুলাসাতুল ফাতাওয়া ১/২২০; আলবাহরুর রায়েক ২/১৭৩; রদ্দুল মুহতার ২/১৯৮

Read more Question/Answer of this issue