Shaban-Ramadan 1440 || April-May 2019

আবদুল মতিন - বরিশাল

৪৭৫৯. Question

মাননীয় মুফতী সাহেব! দু’বছর হল আমার দাদী ইন্তেকাল করেন। কিছুদিন আগে আমরা গ্রামের বাড়িতে যাই। দাদীর কবর যিয়ারত করতে গিয়ে দেখি, কবরটির মধ্যখান বেশ ডেবে গেছে। এ অবস্থা দেখে বাবা ও আমি মিলে কোদাল দিয়ে কবরস্থানের খালি জায়গা থেকে মাটি এনে কবরটি আগের মত করে দেই। আমাদের এ কাজ দেখে এক মুরব্বি আপত্তি করে বলেন, কবরকে আপন অবস্থায় রেখে দিতে হয়।

তো প্রশ্ন হল, কবর ডেবে গেলে, কোনো পাশ ভেঙ্গে গেলে বা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে। তাতে মাটি দিয়ে মেরামত করা কি ঠিক নয়? সঠিক মাসআলাটি জানিয়ে বাধিত করবেন।

Answer

কবর ডেবে গেলে বা কোনো পাশ ভেঙ্গে গেলে নতুন মাটি দিয়ে কবর মেরামত করা জায়েয। শরীয়তের দৃষ্টিতে  এতে কোনো সমস্যা নেই। তাই আপনাদের কাজটি অনুচিত হয়নি।

-মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, বর্ণনা ১১৯২৩; ফাতাওয়া সিরাজিয়্যাহ পৃ. ৭৩; আলমুহীতুল বুরহানী ৩/৯৪; শরহুল মুনয়া পৃ. ৫৯৯; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৭০; মাজমাউল আনহুর ১/২৭৬; রদ্দুল মুহতার ২/২৩৭

Read more Question/Answer of this issue