Shaban-Ramadan 1440 || April-May 2019

মুহাম্মাদ খালেদ - সুধন্যপুর মাদরাসা, কুমিল্লা

৪৭৫১. Question

আমি একদিন বিতর নামাযের মধ্যে প্রথম রাকাতে সূরা ইখলাস তিলাওয়াত করি। অতপর দ্বিতীয় রাকাতেও ভুলবশত সূরা ইখলাস তিলাওয়াত করি। অতপর নামায ছেড়ে দিয়ে আবার পুনরায় নামায আদায় করি। এমতাবস্থায় আমার করণীয় কী ছিল?

Answer

প্রথম রাকাতে যে সূরা পড়া হয়েছে দ্বিতীয় রাকাতেও পুনরায় সে সূরা পড়লে নামায নষ্ট হয় না। তবে ফরয নামাযে ইচ্ছাকৃত এমনটি করা অনুত্তম। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নামায ছেড়ে দেওয়া ঠিক হয়নি। নামায শুরু করার পর এভাবে নামায ছেড়ে দেওয়া অন্যায়। নামায হচ্ছে কি না- এ ব্যাপারে সংশয় থাকলে নামায সমাপ্ত করে মাসআলা জেনে নিতে পারতেন।

-খুলাসাতুল ফাতাওয়া ১/৯৬; ফাতহুল কাদীর ১/২৯৯; হালবাতুল মুজাল্লী ২/২৮১; তাবয়ীনুল হাকায়েক ১/৩৩৬; মাজমাউল আনহুর ১/১৬০

Read more Question/Answer of this issue