Shaban-Ramadan 1440 || April-May 2019

মুহাম্মাদ আবদুল হাকীম - নওয়াপাড়া, যশোর

৪৭৫০. Question

আমি জানি, গোসল ফরয অবস্থায় কুরআন শরীফ পড়া যায় না। জানার বিষয় হল, গোসল ফরয অবস্থায় বিভিন্ন স্থানের মাসনূন দুআ কি পড়তে পারব? যেমন বাথরুমে প্রবেশের দুআ ইত্যাদি। দয়া করে জানিয়ে বাধিত করবেন।

Answer

হাঁ, গোসল ফরয অবস্থায় দুআ পড়া যায়। তাই এ সময় কুরআন-হাদীসে বর্ণিত দুআসমূহ পড়তে পারবেন। তবে এ অবস্থায় কুরআন মাজীদ তিলাওয়াত করা যাবে না।

-জামে তিরমিযী, হাদীস ১৩১; ফাতহুল কাদীর ১/১৪৯; আলবাহরুর রায়েক ১/২০০; হালবাতুল মুজাল্লী ১/১৮১; তাবয়ীনুল হাকায়েক ১/১৬৫; রদ্দুল মুহতার ১/১৭৪

Read more Question/Answer of this issue