Shaban-Ramadan 1440 || April-May 2019

এস.আর সাঈদ - কেন্দুয়া, নেত্রকোণা

৪৭৪৯. Question

১ : ...।

২ : হযরত মুফতী সাহেবের নিকট জানার বিষয় হচ্ছে, এয়ার কন্ডিশন (এসি) থেকে নির্গত পানি দ্বারা ফরয গোসল কিংবা অযু করা জায়েয হবে কি না? বা তা দ্বারা নাপাক কাপড় পরিষ্কার করা যাবে কি না?

Answer

১ : প্রথম প্রশ্নের উত্তর কোনো দারুল ইফতায় উপস্থিত হয়ে জেনে নিন। এ ধরনের প্রশ্ন সংশ্লিষ্টদের সাথেই সম্পৃক্ত।  এর প্রচার ঠিক নয়।

২ : এসি থেকে নির্গত পানি যেহেতু স্বচ্ছ ও পবিত্র থাকে এবং তা ব্যবহৃত নয় তাই এ পানি দ্বারা অযু ও ফরয গোসল করা জায়েয। ভালো পানি না পাওয়ার কারণে কেউ যদি এই পানি দ্বারা অযু করে তবে তা সহীহ হবে। আর এই পানি দ্বারা নাপাক কাপড়ও ধোয়া যাবে।

-আলবাহরুর রায়েক ১/৬৬; শরুহুল মুনয়াহ পৃ. ৮৮; আলইখতিয়ার ১/৬৪; আদ্দুররুল মুখতার ১/১৭৯

Read more Question/Answer of this issue