Jumadal Ula 1440 || February 2019

আমেনা খাতুন - ক্যান্টনমেন্ট, ঢাকা

৪৭০৭. Question

এক ভাড়াটিয়া বাড়িওয়ালাকে ৩ বছরের জন্য ৫ লাখ টাকা দিয়েছে এই চুক্তি স্বাপেক্ষে যে, ভাড়াটিয়া ঐ বাড়িওয়ালার বাড়িতে বিনা ভাড়ায় ৩ বছর থাকবে। ৩ বছর শেষ হয়ে গেলে বাড়িওয়ালা উক্ত ৫ লাখ টাকা ফেরত দিয়ে  দিবে।

অবশ্য ভাড়াটিয়ার মনে এই নিয়ত ছিল যে, বাড়িওয়ালা যেহেতু তার প্রতি অনুগ্রহ করেছে তাই সে কিছু টাকা কম নিবে।

তাদের পারস্পরিক এই লেনদেন বৈধ হবে কি না?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ভাড়াটিয়াকে বিনা ভাড়ায় থাকতে দিয়েছে মূলত ৫ লক্ষ টাকা ঋণ দেওয়ার কারণে। ঋণ প্রদান করে ঋণ গ্রহিতা থেকে কোনো প্রকারের সুবিধা ভোগ করা সুদের অন্তর্ভুক্তত, যা সুস্পষ্ট হারাম। তাই অবিলম্বে উক্ত চুক্তি বাতিল করে দিয়ে সাধারণ ভাড়া নিয়মে ফিরে আসতে হবে এবং ভাড়াটিয়ার ঋণও ফেরত দিয়ে দিতে হবে।

-সুনানে বাইহাকী ৫/৩৫০; বাদায়েউস সানায়ে ৬/৫১৮; আননুতাফ ফিল ফাতাওয়া পৃ. ২৯৬; আলমুহীতুল বুরহানী ২৩/২১০

Read more Question/Answer of this issue