Jumadal Ula 1440 || February 2019

আবদুর রহমান - চাটখিল, নোয়াখালী

৪৬৯০. Question

আযানে حي على الصلاةحي على الفلاح বলার সময় ডানে বামে মুখ ফেরানোর বিধান কী? আমাদের মসজিদের মুয়াযযিন সাহেব প্রায় সময় ডানে বামে মুখ ফেরান না। এতে কোনো সমস্যা হবে কি?

নবজাতকের কানে আযান দেওয়ার সময়ও কি ডানে বামে মুখ ফেরাতে হবে?

 

Answer

আযানে حي على الصلاة বলার সময় ডানে এবং حي على الفلاح বলার সময় বামে চেহারা ফেরানো সুন্নত। তাই ওজর না থাকলে ডানে-বামে চেহারা ফেরাবে। অবশ্য চেহারা না ফেরালেও আযান শুদ্ধ হবে। আর নবজাতকের কানে আযান দেওয়ার সময়ও ফিকহের কিতাবাদিতে একই নিয়মে ডানে-বামে চেহারা ফেরানোর কথা বলা হয়েছে।

-সহীহ মুসলিম, হাদীস ৫০৩; শরহে মুসলিম, নববী ৪/২১৯; আলমুহীতুল বুরহানী ২/৮৮; আলবাহরুর রায়েক ১/২৫৮; শরহুল মুনয়া পৃ. ৩৭৪; রদ্দুল মুহতার ১/৩৮৭

Read more Question/Answer of this issue