Jumadal Ula 1440 || February 2019

ইমদাদুল্লাহ - কুমিল্লা

৪৬৮৮. Question

একবার আমার প্রস্রাব পরীক্ষা করতে হয়। ডাক্তার বলেছিলেন ঘুম থেকে উঠার পর প্রস্রাব করে একটি বোতলে নিয়ে আসবেন। আমি তা নিয়ে ল্যাবে যাচ্ছিলাম। পথিমধ্যে যোহরের নামাযের সময় হয়ে যাওয়ায় আমি বোতলটি পকেটে রেখেই নামায পড়ে ফেলি। পরে আমার সন্দেহ হল যে, পকেটে প্রস্রাব রেখে নামায আদায় হয়েছে কি না। মুফতী সাহেবের কাছে জিজ্ঞাসা, আমার উক্ত নামায কি হয়েছে?

Answer

পকেটে ঐ বোতলটি রেখে নামায পড়ার কারণে আপনার নামায আদায় হয়নি। পুনরায় তা পড়ে নিতে হবে।

-ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ১/৮৭; শরহুল মুনয়া পৃ. ১৯৭; আলবাহরুর রায়েক ১/২৬৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৬৩

Read more Question/Answer of this issue