Rabiul Auwal 1440 || December 2018

আবদুস সাত্তার - নড়িয়া, শরীয়তপুর

৪৬২৫. Question

আমি শুক্রবার সকালে চামড়ার মোজা পরিধান করি এবং ঐ মোজার উপর মাসাহ করে জুমার নামায আদায় করি। এরপর সফরে বের হই। এখন প্রশ্ন হচ্ছে, আমি কত দিন পর্যন্ত এই মোজার উপর মাসাহ করতে পারব?

Answer

আপনি তিন দিন তিন রাত পর্যন্ত মাসাহ করতে পারবেন। কারণ মুকিম ব্যক্তি চামড়ার মোজা পরিধানের পর মাসাহের সময় শেষ হওয়ার পূর্বেই সফরে বের হলে মোট তিন দিন তিন রাত পর্যন্ত মাসাহ করতে পারবে।

উল্লেখ্য, তিন দিনের হিসাব শুরু হবে মোজা পরিধানের পর সর্বপ্রথম অযু ভেঙ্গে যাওয়ার সময় থেকে।

-কিতাবুল আছল ১/৭৬; বাদায়েউস সানায়ে ১/৮০; আলইখতিয়ার ১/৯৬; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪১৬; রদ্দুল মুহতার ১/২৭৮

Read more Question/Answer of this issue