Muharram 1440 || October 2018

উছমান গণী - রামপুরা, ঢাকা

৪৫৯৩. Question

একটা মাসআলা জানতে চাচ্ছি, তা হল, স্ত্রীর দুধ মায়ের সাথে দেখা-সাক্ষাৎ করা যাবে কি?

 

Answer

স্ত্রীর দুধ মা স্বামীর জন্য মাহরাম। তাই তার সাথে দেখা করা জায়েয।

-বাদায়েউস সানায়ে ২/৫৩৭; আলমাবসূত, সারাখসী ৫/১৪১

Read more Question/Answer of this issue