রাকিবুদ্দিন ইউসুফ - সদর দক্ষিণ, কুমিল্লা
৪৫৯১. Question
আমার স্ত্রীর ছোট বোন তার একটি ছোট মেয়ে রেখে মারা যায়। এরপর মেয়েটিকে আমার স্ত্রী নিয়ে আসে এবং দুধ পান করায়। মেয়েটি আমাদের ঘরেই বড় হয়েছে। কিছুদিন আগে তার বিবাহ হয়। মেয়েটি মাঝে মাঝে তার স্বামীকে নিয়ে আমাদের বাসায় আসে। বাসায় আসলে আমার স্ত্রী মেয়েটির স্বামীর সামনে চলে যায়। বিষয়টি আমার নিকট একটু দৃষ্টিকটু মনে হয়। কারণ মেয়েটি তো আমার স্ত্রীর আপন মেয়ে নয়।
এখন হুযূরের কাছে জানতে চাই, আমার স্ত্রী কি মেয়েটির স্বামীর সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে?
Answer
দুধ মেয়ের স্বামী মাহরামের অন্তর্ভুক্ত। তার সাথে দেখা দেয়া জায়েয। অতএব আপনার স্ত্রীর জন্য তার দুধমেয়ের স্বামীর সাথে দেখা করা নাজায়েয হয়নি।
-সহীহ বুখারী, হাদীস ৫০৯৯; বাদায়েউস সানায়ে ২/৫৩৮; আলমাবসূত, সারাখসী ৫/১৪১