Muharram 1440 || October 2018

মুহাম্মাদ ওয়াফী - উত্তরা, ঢাকা

৪৫৮৯. Question

আমার নানার একজন বৈমাত্রেয় বোন আছে, যিনি বয়সে আমার মায়ের মতই। তিনি আমাদের বাসার কাছেই থাকেন এবং মাঝে মাঝেই আমাদের এখানে বেড়াতে আসেন। আমার প্রশ্ন হল, তার সাথে দেখা-সাক্ষাৎ করা আমার জন্য জায়েয হবে কি?

Answer

নানার বৈমাত্রেয় বোন আপনার জন্য মাহরাম। সুতরাং তার সাথে আপনার দেখা-সাক্ষাৎ করা জায়েয।

-আহকামুল কুরআন, জাস্সাস ২/১২৩; বাদায়েউস সানায়ে ২/৫৩০; ফাতাওয়া খানিয়া ১/৩৬০; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৩

Read more Question/Answer of this issue