মুহাম্মাদ আবদুল কুদ্দুস - সুনামগঞ্জ
৪৫৫৯. Question
এক মহিলা জি¦নের আছর ও যাদু-টোনা থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বদা তেত্রিশ আয়াতের আমল করে থাকে। এখন জানার বিষয় হল, তার জন্য ঋতুশ্রাবকালে এই তেত্রিশ আয়াতের মানযিল পাঠ করার বিধান কী?
Answer
মাসিক শ্রাব চলা অবস্থায় তেত্রিশ আয়াতের মানযিল পাঠ করা যাবে না। কেননা এ অবস্থায় কুরআন তিলাওয়াত নিষিদ্ধ। তবে অন্য কেউ তেত্রিশ আয়াত পড়ে ঐ মহিলার উপর দম করতে পারবে। এছাড়া ঐ মহিলা হাদীসে বর্ণিত মাসনূন দুআগুলোও পড়তে পারবে।
-আলমুহীতুল বুরহানী ১/৪০২; আলমাবসূত, সারাখসী ৩/১৫২; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৮০; আলবাহরুর রায়েক ১/১৯৯