Zilqad 1439 || August 2018

সালমান - লালমোহন, ভোলা

৪৫১৪. Question

বাজারে আমার একটি দোকান ছিল। দোকানে যাওয়ার জন্য আমি একটি মটরসাইকেল কিনেছি। বর্তমানে দোকানটি ছেড়ে দিয়ে আমি ঢাকায় এসে পড়েছি। ফলে মোটরসাইকেলটি আমার  কাজে লাগছে না। তাই মোটরসাইকেলটি আমার চাচাত ভাইয়ের কাছে এ শর্তে বিক্রি করে দিয়েছি যে, বাড়িতে আসলে প্রয়োজনে আমাকে ব্যবহার করতে দিতে হবে।

জানার বিষয় হল, আমাদের উক্ত চুক্তিটি কি বৈধ হয়েছে? এবং বাড়িতে গেলে চুক্তি অনুযায়ী মোটরসাইকেলটি আমি ব্যবহার করতে পারব কি না? যদি সহীহ না হয় তাহলে আমরা কী করতে পারি?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে মোটরসাইকেলটি বিক্রি করে দেওয়ার পরও বাড়িতে গেলে আপনাকে ব্যবহার করতে দিতে হবে, এ শর্ত করার কারণে চুক্তিটি ফাসেদ তথা নাজায়েয হয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জাতীয় শর্তযুক্ত বিক্রি নিষেধ করেছেন। তাই আপনাদের কর্তব্য হল, পূর্বের চুক্তিটি বাতিল করে দিয়ে পুনরায় শর্তহীনভাবে বেচাকেনা করা।

-আলমুজামুল আওসাত, তাবারানী, হাদীস ৪৩৬১; ফাতহুল কাদীর ৬/৭৮; আদ্দুররুল মুখতার ৫/৮৪; শরহুল মাজাল্লাহ, আতাসী ২/৬০

Read more Question/Answer of this issue