হাফেয মুসলেহউদ্দীন - লালমোহন, ভোলা
৪৫১২. Question
আমাদের মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য আমরা গ্রামবাসী থেকে বাঁশ উঠাই। পাঁচ মাস হল ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। বাঁশগুলো এখন কোনো কাজে লাগছে না। মসজিদ কমিটি বাঁশগুলো বিক্রি করে দিয়ে সে টাকাগুলো মসজিদের জন্য কার্পেট কেনার কাজে ব্যয় করতে চাচ্ছে। জানার বিষয় হল, তাদের জন্য এমনটি করা জায়েয হবে কি না?
Answer
হাঁ, বাঁশগুলো বিক্রি করে মসজিদের কার্পেট কেনা বা অন্য কোনো প্রয়োজনীয় কাজে ব্যয় করা জায়েয হবে।
-আলমুহীতুল বুরহানী ৯/১৬৪; আলবাহরুর রায়েক ৫/২৫১; ফাতহুল কাদীর ৫/৪৪৭