হাফিযুর রহমান - খিলগাঁও, ঢাকা
৪৫১০. Question
আমাদের কাফেলার এক ব্যক্তি ভুলে উমরার সায়ী না করে মাথা মু-িয়ে হালাল হয়ে যায়। স্মরণ হওয়ামাত্রই হেরেমে গিয়ে সায়ী করে নেয়। জানতে চাই, তার এই উমরা কি সহীহ হয়েছে? আর যদি না হয় তাহলে করণীয় কী?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে লোকটি যেহেতু পরবর্তীতে সায়ী আদায় করে নিয়েছে তাই তার উমরা সহীহ হয়ে গেছে। তবে সায়ীর পূর্বে মাথা মু-ানোর কারণে তার উপর একটি জরিমানা দম ওয়াজিব হয়েছে। এই জরিমানা দম হেরেমের এলাকাতেই আদায় করতে হবে।
প্রকাশ থাকে যে, মাথা মুণ্ডানোর পর ইহরাম নিষিদ্ধ কোনো কাজ, যার কারণে দম ওয়াজিব হয় এমন কিছু করে থাকলে সেজন্যও পৃথক জরিমানা দম দিতে হবে। এজন্য বিস্তারিত অবস্থা কোনো বিজ্ঞ মুফতীকে জানিয়ে সমাধান নিতে হবে।
-কিতাবুল আছল ২/৪৩৪; গুনইয়াতুন নাসিক ১৩২, ২৬২; আদ্দুররুল মুখতার ২/৫৫৮; মানাসিক, মোল্লা আলী কারী ১৭৫; আলমুহীতুল বুরহানী ৩/৪২৯