Zilqad 1439 || August 2018

মাকসূদুর রহমান - বারিধারা, ঢাকা

৪৫০৯. Question

আমি আমার পরিবারসহ হজে¦ যাওয়ার নিয়ত করেছি। এর মাঝে আমার ছোট একটি ছেলে আছে, যার বয়স  সাত বছর।  প্রশ্ন হল, নাবালেগ বাচ্চাদের হজ্ব আদায়ের পদ্ধতি কী? আর ইহরাম অবস্থায় তারা যদি ইহরাম পরিপন্থী কোনো কাজ করে তবে এর হুকুম কী?

Answer

নাবালেগ বুঝমান হলে বালেগদের মতো তারাও যথানিয়মে ইহরাম বাঁধবে এবং হজ্বের কার্যাদি আদায় করবে। আর বুঝমান না হলে তাদের পক্ষ থেকে অভিভাবক ইহরাম করবে। তবে নাবালেগ অবস্থায় আদায়কৃত হজ্ব তাদের জন্য নফল হবে। তাই বালেগ হওয়ার পর হজ্বের সামর্থ্য হলে পুনরায় তাদের উপর হজ্ব করা ফরয হবে।

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  ইরশাদ করেছেন-

إِذَا حَجّ الصّبِيّ فَهِيَ لَهُ حَجّةٌ حَتّى يَعْقِلَ، وَإِذَا عَقَلَ فَعَلَيْهِ حَجّةٌ أُخْرَى.

অর্থাৎ, কোনো নাবালেগ যদি হজ্ব করে তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর (সামর্থ্যবান হলে) তাকে পুনরায় হজ্ব করতে হবে। (মুস্তাদরাকে হাকেম, হাদীস ১৮১২; সহীহ ইবনে খুযায়মা, হাদীস ৩০৫০; আলবাহরুল আমীক ১/৩৬৩; আলবাহরুর রায়েক ২/৩১৬; ফাতহুল কাদীর ২/৩৩২)

আর ইহরাম অবস্থায় নাবালেগ থেকে ইহরাম পরিপন্থী কোনো কাজ প্রকাশ পেলেও কোনো জরিমানা ওয়াজিব হবে না। তবে অভিভাবকের কর্তব্য হল তাদেরকে যথাসম্ভব ইহরামের নিষিদ্ধ কার্যাদি থেকে বিরত রাখা।

-রদ্দুল মুহতার ২/৪৬৬; গুনইয়াতুন নাসিক ৮৪

Read more Question/Answer of this issue