Zilqad 1439 || August 2018

আবু লুবাবা - সাভার, ঢাকা

৪৫০৬. Question

আমার এক ভগ্নিপতি তার যাকাত আদায়ের জন্য আমাকে দায়িত্ব দেয়। আমিও যাকাত গ্রহণের উপযুক্ত। আমি কি তার অগোচরে উক্ত যাকাতের কিছু অংশ গ্রহণ করতে পারব?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি ভগ্নিপতির পক্ষ থেকে যাকাত বণ্টনের প্রতিনিধিমাত্র। তাই এক্ষেত্রে আপনি যাকাত গ্রহণের যোগ্য হলেও ভগ্নিপতির অনুমতি ছাড়া তার দেওয়া যাকাত থেকে আপনার জন্য কিছুই নেওয়া জায়েয হবে না। বরং তিনি যেখানে ও যেভাবে বলেছেন সেভাবেই ব্যয় করতে হবে।

-খুলাসাতুল ফাতাওয়া ১/২৪৪; ফাতাওয়া খানিয়া ১/২৬১; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২২৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৯

Read more Question/Answer of this issue