Zilqad 1439 || August 2018

মাও: মাহফুজ আহমদ - দারুল আরকাম মাদরাসা সিলেট

৪৫০১. Question

কেউ যদি সফরে বের হয়ে সফরের দূরত্ব অতিক্রম করার আগেই ফেলে যাওয়া কোনো কিছু নিতে আবার বাড়িতে ফিরে আসে তাহলে বাড়িতে আসার পথে সে কসর করবে, না পূর্ণ নামায আদায় করবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে লোকটি বাড়িতে ফেরার নিয়ত করার সাথে সাথেই মুকীম গণ্য হবে এবং তখন থেকেই পুনরায় সফর শুরু করে নিজ এলাকা অতিক্রম করার আগ পর্যন্ত পূর্ণ নামায আদায় করবে; কসর করবে না।

-বাদায়েউস সানায়ে ১/২৮২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৮; তাবয়ীনুল হাকায়েক ১/৫১২; আলবাহরুর রায়েক ২/১৩১; মাজমাউল আনহুর ১/২৪০

Read more Question/Answer of this issue