Zilqad 1439 || August 2018

সাইফুল্লাহ - বাগেরহাট

৪৫০০. Question

আমার এক সহপাঠী ফজরের নামাযের দ্বিতীয় রাকাতে সিজদায় গিয়ে ঘুমিয়ে পড়েছে। অতপর ইমাম সাহেবের সালামের শব্দ শুনে সিজদা থেকে উঠে সাথে সাথে সালাম ফিরিয়েছে। জানতে চাই, তার উক্ত নামায কি সহীহ হয়েছে?

Answer

লোকটির নামায হয়নি। কারণ শেষ বৈঠকে তাশাহহুদ পরিমাণ বসা ফরয। এই ফরয আদায় না হওয়ায় তার নামায নষ্ট হয়ে গেছে। তাকে পুনরায় উক্ত নামায পড়ে নিতে হবে।

-কিতাবুল আছল ১/২০৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৫১; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যা ১/৯২; আততাজনীস ওয়াল মাযীদ ১/৪৫২; শরহুল মুনয়া পৃ. ৪৫৫

Read more Question/Answer of this issue