Zilqad 1439 || August 2018

আলীমুদ্দীন - মবুদনগর, কুমিল্লা

৪৪৯৯. Question

আমাদের পুরাতন মসজিদটি ভেঙে এখন কয়েক তলাবিশিষ্ট নতুন মসজিদ নির্মাণ করা হচ্ছে। প্রথম তলার কাজ অনেকটা এগিয়ে গেছে। এখন ছাদ ঢালাইয়ের অপেক্ষায়। কিন্তু এর মধ্যেই একটা বিষয় নিয়ে মুসল্লিদের মাঝে কিছুটা মতবিরোধ দেখা দিয়েছে। তা হল, মুসল্লিদের বড় একটা অংশ বলছে যে, আমরা আলেমদের মুখে শুনেছি, প্রত্যেক তলার ছাদে খানিকটা ফাঁকা রাখতে হয় নিচ তলার সাথে সংযোগ থাকার জন্য। অপর অংশের বক্তব্য হল, ছাদে এভাবে ফাঁকা রাখলে মসজিদের সৌন্দর্য বিনষ্ট হবে। কাজেই ছাদে ফাঁকা রাখা যাবে না।

এখন মুফতী সাহেবের কাছে আমাদের জিজ্ঞাসা হল, এক্ষেত্রে শরীয়তের নির্দেশনা কী? প্রত্যেক তলার ছাদের একাংশ ফাঁকা রাখা কি জরুরি? দয়া করে দ্রুত জানালে কৃতার্থ হব।

Answer

মসজিদের প্রত্যেক তলায় ইমাম সাহেবের অন্তত তাকবীর ও সালামের আওয়াজ ভালোভাবে পৌঁছার ব্যবস্থা থাকা জরুরি। যেন সব তলা থেকে মুসল্লিগণ নির্বিঘেœ ইমাম সাহেবের অবস্থা জানতে পারে এবং যথাযথভাবে ইমামের অনুসরণ করতে পারে।

বর্তমানে মসজিদগুলোতে মাইক ও স্পিকার দ্বারা এ প্রয়োজন অনেকটা পূরণ হয়ে যায়। তাই তলায় তলায় ফাঁকা না রাখলেও  তেমন সমস্যা নেই।

অবশ্য ইমামের বরাবর প্রত্যেক তলার ছাদে কিছু অংশ ফাঁকা রাখলে সকল তলার মুসল্লিদের জন্য ইমাম সাহেবের অবস্থা জানা অধিক সহজ হয়। পূর্ব থেকে মুকাব্বির প্রস্তুত না থাকাবস্থায় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে উপর তলার মুসল্লীদের জন্য ইমামের অবস্থা জানা মুশকিল হয়ে যায়। তাই ইমাম বরাবর ফাঁকা রাখলে তখন অসুবিধা হয় না। অতএব এ ব্যবস্থা ভালো ও নিরাপদ।

-ফাতাওয়া খানিয়া ১/৯৪; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫০; আলমুহীতুল বুরহানী ২/১৯১; মিনহাতুল খালিক ১/৩৬২; মারাকিল ফালাহ পৃ. ১৬০

Read more Question/Answer of this issue