মাসউদুর রহমান - পটিয়া, চট্টগ্রাম
৪৪৯৬. Question
আমাদের মাদরাসার মাঠে ব্যাপকহারে পশু কুরবানী করা হয়েছিল। প্রবাহিত রক্তের নিষ্কাশন বা নির্গমনের ব্যবস্থা না থাকায় সেখানে প্রচুর পরিমাণ পানি প্রবাহিত করা হয়েছিল। ফলে রক্তের চিহ্নও দূর হয়ে যায়। দুই-একদিন পর সে মাঠে অনুষ্ঠিত একটি জানাযার নামায আমরা ঘাসের উপর দাঁড়িয়ে আদায় করি। প্রশ্ন হল, আমাদের এ নামায সহীহ হয়েছে কি?
Answer
এ ধরনের অপবিত্র মাঠ শুকিয়ে গেলে এবং নাপাকীর চিহ্ন ও গন্ধ দূর হয়ে গেলেই তা পাক হয়ে যায়। সুতরাং দাঁড়ানোর স্থানে নাপাকীর চিহ্ন না থাকলে সেখানে খালি পায়ে জানাযার নামায পড়া সহীহ হয়েছে। আর জমিন নাপাক হলে জুতা খুলে জুতার উপর দাঁড়ালেও জানাযার নামায সহীহ হয়ে যায়।
-সহীহ বুখারী, হাদীস ২১৯; মুসান্নাফে ইবনে আবী শাইবা ১/৪৩১; আলমাবসূত, সারাখসী ১/২০৫; ফাতাওয়া খানিয়া ১/২৯; বাদায়েউস সানায়ে ১/২৫১; আলবাহরুর রায়েক ২/১৭৯; আলমুহীতুল বুরহানী ২/২০; ফাতাওয়া হিন্দিয়া ১/৬২