মাহমুদুল হাসান - রামপুরা, ঢাকা
৪৪৭৯. Question
আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। আমার অনেকগুলো গাড়ী আছে, যা ফ্যাক্টরির পণ্য ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করা হয়। প্রশ্ন হল, আমাকে ফ্যাক্টরির পণ্যের যাকাতের সাথে গাড়ীগুলোর যাকাত কি আদায় করতে হবে?
Answer
আপনাকে ঐ গাড়ীগুলোর যাকাত দিতে হবে না। কেননা নিজের ব্যবহারের জন্য বা ব্যবসার কাজের জন্য নির্ধারিত গাড়ী যাকাতযোগ্য সম্পদ নয়।
-কিতাবুল আছার ইমাম মুহাম্মাদ, বর্ণনা ৩০৮; মুসান্নাফে আবদুর রায্যাক; বর্ণনা ৬৮২৭; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪০; বাদায়েউস সানায়ে ২/৯৫; ফাতাওয়া খানিয়া ১/২৫০