Shawal 1439 || July 2018

তাকী আশরাফ - আকুয়া, ময়মনসিংহ

৪৪৭৬. Question

আমি গত বছর গরু মোটাতাজাকরণের একটি খামার বানিয়েছি। গত বছর অনেক ষাঁড় বাছুর ক্রয় করি এবং কুরবানীর  ঈদের পূর্বে যেগুলোর বয়স দুই বছর পূর্ণ হয় সেগুলো বিক্রি করে দেই। বর্তমানে আমার খামারে প্রায় ৫ লক্ষ টাকার গরু রয়েছে। আমার প্রশ্ন হল, খামারের গরুর মূল্যমানের উপর কি যাকাত আদায় করতে হবে?

Answer

আপনার উক্ত খামারের গরুগুলো যেহেতু বিক্রির উদ্দেশ্যে খরিদ করা হয়েছে তাই সেগুলো ব্যবসায়িক পণ্য হিসাবে গণ্য হবে। অতএব যাকাতবর্ষ শেষে গরুর বাজার মূল্যের উপর যাকাত আদায় করতে হবে।

-সুনানে আবুদাউদ, হাদীস ১৫৬২; আলমাবসূত, সারাখসী ২/১৭০, ১৭৮; আলবাহরুর রায়েক ২/২১৩; রদ্দুল মুহতার ২/২৭৩

Read more Question/Answer of this issue