Shawal 1439 || July 2018

ইউসুফ হাসান - কুমিল্লা

৪৪৭০. Question

আমি কখনো কখনো দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সূরা ফাতিহার পূর্বে ভুলবশত তাশাহহুদ পড়ে ফেলি। এমতাবস্থায় আমার করণীয় কী হবে? জানিয়ে বাধিত করবেন।

Answer

দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সূরা ফাতিহার পূর্বে ভুলবশত তাশাহহুদ পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হবে।

উল্লেখ্য যে, নামাযে মনোযোগী হওয়া উচিত, যাতে এমন ভুল বারবার না হয়।

-হালবাতুল মুজাল্লী ২/৪৪৫; আলমুহীতুল বুরহানী ১/৩১৩; ফাতহুল কাদীর ১/৫২১; তাবয়ীনুল হাকায়েক ১/১৯৩

Read more Question/Answer of this issue