Shawal 1439 || July 2018

মাহমুদুর রহমান - উত্তরখান, ঢাকা

৪৪৬৪. Question

মসজিদে নামায পড়তে গেলে কখনো কখনো এমন হয় যে, আমার সামনের মুসল্লীর পিঠে কোনো মানুষ বা প্রাণীর ছবি থাকে। এক আলেমের কাছে শুনেছি যে, নামায পড়ার সময় সামনে, ডানে বা বামে ছবি থাকলে নামায মাকরূহ হয়। আমার জানার বিষয় হল উক্ত আলেমের কথা কি ঠিক?

এমন পরিস্থিতিতে তার পেছনে নামায পড়ার কারণে কী আমার নামাযও মাকরূহ হবে?

Answer

নামাযী ব্যক্তির সামনে ডানে বা বামে যদি কোনো প্রাণীর ছবি এভাবে থাকে যে, নামাযী ব্যক্তি তা দেখতে পায় তাহলে নামায মাকরূহ হবে। তাই ইচ্ছাকৃত এমন জায়গায় দাঁড়াবে না যেখানে কোনো প্রাণীর ছবি দৃশ্যমান রয়েছে। কিন্তু যদি প্রাণীর ছবিযুক্ত পোষাক নিয়ে কোনো ব্যক্তি নামাযীর সামনে বা পাশে এসে দাঁড়ায় তাহলে এর জন্য নামাযী ব্যক্তি দায়ী হবে না এবং তার নামায মাকরূহ হবে না। এক্ষেত্রে যে ঐ পোষাক পরেছে তার গুনাহ হবে।

উল্লেখ্য যে, স্বাভাবিক অবস্থাতেই প্রাণীর দৃশ্যমান ছবি সম্বলিত পোষাক পরা মাকরূহে তাহরীমী। আর এ ধরনের পোষাক পরে নামায পড়া এবং মসজিদে আসা ও অন্যের নামাযের ক্ষতি করা তো আরো গুনাহের কাজ। তাই এধরনের পোষাক পরিধান করা থেকে বিরত থাকা আবশ্যক।

-আলবাহরুর রায়েক ২/২৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৭; আদ্দুররুল মুখতার ১/৬৪৭

Read more Question/Answer of this issue