Shawal 1439 || July 2018

মাসউদ আবদুল্লাহ - দাশেরহাট, কুড়িগ্রাম

৪৪৬৩. Question

কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব যোহরে এবং এশার সময় কোনো এক রাকাতে তিন সিজদা দেন। পরে সাহু সিজদা দেন। মুসল্লীরা জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেন যে, কেউ যদি দুই সিজদা অতিক্রম করে অতিরিক্ত আরো এক সিজদা দেয়, অর্থাৎ তিন সিজদাহ দেয়, তারপর সাহু সিজদা দেয় তবে নামায হয়ে যাবে। উক্ত কথাটি কতটুকু সঠিক। উত্তর দিয়ে উপকৃত করবেন।

Answer

জী হাঁ, ঐ ইমাম সাহেব ঠিকই বলেছেন। নামাযে ভুলবশত অতিরিক্ত সিজদা করলে সিজদায়ে সাহু ওয়াজিব হয়। আর ইমাম সাহেব যেহেতু সিজদায়ে সাহু করেছেন তাই ঐ নামায সহীহভাবেই আদায় হয়েছে।

-ফাতাওয়া খানিয়া ১/১২১; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৮; আলবাহরুর রায়েক ২/৯৭; হালবাতুল মুজাল্লী ২/৪৩৫; রদ্দুল মুহতার ১/৪৬৯

Read more Question/Answer of this issue