Shawal 1439 || July 2018

মুহাম্মাদ - বংশাল, ঢাকা

৪৪৬১. Question

কেউ ফজরের সুন্নত ঘরে পড়ে যদি মসজিদে যায় এবং সময় থাকে তাহলে ঐ সময় তাহিয়্যাতুল মসজিদ পড়তে পারবে কি? না পারলে কেন? এবং ঐ সময় কী আমল করলে  তাহিয়্যাতুল মসজিদের সওয়াব পাওয়া যাবে? দলীলসহ জানালে কৃতজ্ঞ হব।

Answer

ফজরের সময় হয়ে যাওয়ার পর তাহিয়্যাতুল মসজিদ পড়া যায় না। কেননা হাদীস শরীফে ফজরের সময় শুরু হওয়ার পর সূর্যোদয় পর্যন্ত ফজরের সুন্নাত ব্যতীত অন্য কোনো নফল নামায পড়তে নিষেধ করা হয়েছে।

উম্মুল মুমিনীন হাফসা রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

كَانَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ إِذَا طَلَعَ الْفَجْرُ، لَا يُصَلِّي إِلّا رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর উদিত হলে সংক্ষিপ্তভাবে দুই রাকাত (সুন্নত) নামায ব্যতীত আর কোনো (নফল) নামায পড়তেন না। (সহীহ মুসলিম, হাদীস ৭২৩)

অন্য বর্ণনায়  আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

لَا صَلَاةَ بَعْدَ الفَجْرِ إِلّا سَجْدَتَيْنِ.

ফজরের সময় শুরু হওয়ার পর সুন্নত ছাড়া  অন্য কোনো নফল নামায নেই। (জামে তিরমিযী, হাদীস ৪১৯)

-কিতাবুল আছল ১/১৩২; আলমাবসূত, সারাখসী ১/১৫০; হালবাতুল মুজাল্লী ২৮৫৫৮; আলবাহরুর রায়েক ২/৩৬

Read more Question/Answer of this issue