আবদুল্লাহ - নোয়াখালী
৪৪৬০. Question
আমাদের মহল্লার মসজিদে নামায পড়তে গেলে প্রায়শই একটা সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো তাশাহ্হুদ শেষ করার আগেই ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান। আবার কখনো আখেরী বৈঠকে দরূদ ও দুআ পড়ার আগে সালাম ফিরিয়ে ফেলেন। উল্লেখিত দুুটি ক্ষেত্রে আমার করণীয় কী হবে, জানানোর অনুরোধ রইল।
Answer
তাশাহ্হুদ পড়া যেহেতু মুক্তাদীর জন্য ওয়াজিব তাই মুক্তাদীর তাশাহ্হুদ শেষ হওয়ার পূর্বে ইমাম দাঁড়িয়ে গেলে সে তাশাহ্হুদ শেষ করেই দাঁড়াবে। এক্ষেত্রে মুক্তাদী তাশাহ্হুদ পূর্ণ না করে দাঁড়িয়ে গেলে মাকরূহে তাহরীমী হবে।
আর দরূদ-দুআ পড়া যেহেতু সুন্নত তাই শেষ বৈঠকে মুক্তাদী দরূদ-দুআ শেষ করার আগে ইমাম সালাম ফিরিয়ে দিলে মুক্তাদী দরূদ-দুআ পূর্ণ করবে না। বরং ইমামের অনুসরণের জন্য তার সাথে সালাম ফিরিয়ে দিবে।
উল্লেখ্য, ইমাম সাহেবদের উচিত এমন গতিতে তাশাহ্হুদ ও দরূদ-দুআ পড়া যেন মুসল্লীগণও ভালোভাবে তা শেষ করতে পারে।
-খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৯; ফাতাওয়া খানিয়া ১/৯৬; রদ্দুল মুহতার ১/৪৭০; মারাকিল ফালাহ পৃ. ১৬৯