Shawal 1439 || July 2018

হাবীবুর রহমান - ডেমরা, ঢাকা

৪৪৫৯. Question

নামাযে ভুলের কারণে ইমাম সাহু সিজদা দিলে মাসবুক ব্যক্তি কি ঐ  সিজাদায় ও সালামে শরীক হবে, নাকি হবে না? এ সম্পর্কে সঠিক পদ্ধতিটি জানানোর অনুরোধ রইল।

Answer

মাসবুক ব্যক্তি- যে ইমামের সাথে পুরো নামায পায়নি বরং কিছু রাকাত ছুটে গেছে সে ইমামের সাথে সাহু সিজদার সালাম ফিরাবে না। বরং শুধু সাহু সিজদায় শরীক হবে। অবশ্য কখনো ভুলে ইমামের সাথে সাহু সিজদার সালাম ফিরিয়ে ফেললে নামায ফাসেদ হবে না এবং নিজ নামায শেষে সাহু সিজদাও করতে হবে না। তবে মাসবুক ইচ্ছাকৃত এ সালাম ফিরালে তার নামায ফাসেদ হয়ে যাবে।

-বাদায়েউস সানায়ে ১/৪২২; আলবাহরুর রায়েক ২/১০০; রদ্দুল মুহতার ২/৮২; হালবাতুল মুজাল্লী ২/৪৫২

Read more Question/Answer of this issue