Shaban-Ramadan 1439 || May-June 2018

মাওলানা আবদুল্লাহ জুনায়েদ - বীরদল মাদরাসা, কানাইঘাট

৪৪৪৮. Question

আমাদের মাদরসার দশজন মেধাবী ছাত্র এ বছর বোর্ড পরিক্ষায় মুমতাজ বিভাগে উত্তীর্ণ হয়েছে। ছাত্রদের কৃতিত্বপূর্ণ এ ফলাফলে খুশী হয়ে মাদরাসার এক হিতাকাক্সক্ষী তাদের বড় আকারে পুরস্কার দেওয়ার ইচ্ছা করেছেন। এখন তিনি জানতে চাচ্ছেন, যাকাতের টাকা দিয়ে ছাত্রদের পুরস্কার দেওয়া যাবে কি না?

Answer

যাদেরকে পুরস্কার দেওয়া হবে তারা যদি গরীব ও যাকাত গ্রহণের উপযুক্ত হয় এবং তাদের কেউ নাবালেগ হলে তার পিতা যাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে যাকাতের টাকা দিয়ে তাদের পুরস্কার দেওয়া যাবে এবং এর দ্বারা ঐ ব্যক্তির যাকাত আদায় হয়ে যাবে। আর কোনো ছাত্র বা তার অভিভাবক (ছাত্র নাবালেগ হওয়ার ক্ষেত্রে) নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে যাকাতের অর্থ দ্বারা পুরস্কার দেওয়া যাবে না।

-খুলাসাতুল ফাতাওয়া ১/২৪৩; মাজমামাউল আনহুর ১/২৯০; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯০; রদ্দুল মুহতার ২/২৬৮

Read more Question/Answer of this issue