Shaban-Ramadan 1439 || May-June 2018

মুহাম্মাদ আবদুল কাইয়ূম - ঢালকানগর মাদরাসা, ঢাকা

৪৪৪৫. Question

আমরা কয়েকজন যুবক উদ্যোগ নিয়েছি যে, এ বছর রমযানে চাঁদা উঠিয়ে এলাকার গরীব লোকদের ইফতারির ব্যবস্থা করব। খাবার রান্না করে মসজিদে প্যাকেট করে রাখা হবে। মাগরীবের কিছুক্ষণ আগে এসে লোকেরা একেক প্যাকেট করে নিয়ে যাবে। কেউ চাইলে মসজিদে বসেও খেতে পারবে। জানার বিষয় হল, আমরা কি এ  আয়োজনের ব্যয় নির্বাহের জন্য যাকাতের টাকা গ্রহণ করতে পারব? কেউ এ আয়োজনে যাকাতের টাকা দিলে তার যাকাত আদায় হবে কি না?

 

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রত্যেককে যেহেতু তার ইফতারির মালিক বানিয়ে দেওয়া হচ্ছে তাই এ খাতে যাকাতের টাকা ব্যয় করা যাবে এবং এর দ্বারা যাকাত আদায় হয়ে যাবে।

-আলমুহীতুল বুরহানী ৩/২১৫; আলবাহরুর রায়েক ২/২০১; আন্নহরুল ফায়েক ১/৪১২; রদ্দুল মুহতার ২/২৫৭

Read more Question/Answer of this issue