Shaban-Ramadan 1439 || May-June 2018

মাহমূদ - নোয়াখালী

৪৪৩৫. Question

আমরা জানি ফরযের প্রথম দুই রাকাতের কোনো রাকাতে সূরা ফাতেহার পর সূরা মিলাতে ভুলে গেলে সাহু সিজদা ওয়াজিব হয়। আমার জানার বিষয়  হল, ভুলে যাওয়ার বিষয়টি তৃতীয় বা চতুর্থ রাকাতে মনে পড়লে তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতেহার পর কোনো সূরা পড়ে নেয়া কি জরুরি? বা পড়ে নেয়ার হুকুম কী? এবং ইমাম হলে জাহরী নামাযের ক্ষেত্রে কি জোরে পড়বে?

Answer

ফরয নামাযের প্রথম দুই রাকাতে সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলাতে ভুলে গেলে নিয়ম হল, তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতেহার সাথে অন্য সূরা পড়ে নেয়া। আর দুই রাকাতের কোনো এক রাকাতে সূরা মিলাতে ভুলে গেলে পরের দুই রাকাতের যে কোন এক রাকাতে সূরা মিলিয়ে নিবে। অবশ্য এক্ষেত্রে পরের দুই রাকাতে যদি সূরা মিলানো না হয় তবুও নামায আদায় হয়ে যাবে এবং সূরা মিলানো হোক বা না হোক উভয় ক্ষেত্রে নামায শেষে সাহু সিজদা করতে হবে।

উল্লেখ্য, উচ্চস্বরে কেরাতবিশিষ্ট নামাযের কোন রাকাতে ইমাম সূরা মিলাতে ভুলে গেলে শেষ দুই রাকাতের যে রাকাতে সূরা মিলাবে ঐ রাকাতের সূরা কেরাত জোরে পড়বে।

-কিতাবুল আছল ১/১৯৫; আলজামেউস সগীর পৃ.৭২, ৯৬; ফাতহুল কাদীর ১/২৮৭; তাবয়ীনুল হাকায়েক ১/৩২৯; আদ্দুররুল মুখতার ১/৫৫৯

Read more Question/Answer of this issue