তাহেরা বিনতে মাহমুদ - কানাইঘাট, সিলেট
৪৪৩৩. Question
কারো যদি এশার ফরয আদায়ের পর অযু ভেঙ্গে যায়। নতুন অযু দিয়ে সে সুন্নত ও বিতর আদায় করে। পরে ওয়াক্তের ভিতরেই মনে পড়ে যে, এশার ফরয অযু ছাড়া পড়া হয়েছিল, তখন কি তাকে ফরযের সাথে সুন্নত ও বিতরও পুনরায় আদায় করতে হবে, না শুধু এশার ফরয আদায় করলেই চলবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তি এশার ফরয পুনরায় আদায় করবে। তবে বিতর আর পড়তে হবে না। কেননা বিতর স্বতন্ত্র ওয়াজিব। এশার ফরয বাতিল হওয়ার দ্বারা বিতর বাতিল সাব্যস্ত হবে না। তবে ওয়াক্তের মধ্যেই যদি ফরয আদায় করা হয় তাহলে সুন্নত পুনরায় পরে নিবে। কেননা সুন্নত ফরযেরই অনুগামী। তাই ফরয বাতিল হলে সুন্নতও বাতিল হয়ে যায়। আর ওয়াক্ত শেষ হওয়ার পর স্মরণ হলে শুধু ফরযের কাযা করবে সুন্নতের নয়। কেননা সুন্নতের কাযা হয় না।
-ফাতাওয়া সিরাজিয়্যা পৃ. ১৯; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪৫০; মাজমাউল আনহুর ১/২১৬