মাওলানা আবদুস সাবুর - জকিগঞ্জ
৪৪৩১. Question
মুহতারাম মুফতী সাহেব, আমি এক মসজিদের ইমাম। বিভিন্ন সময় অনেক মুসল্লী তাড়াহুড়ো করে রুকুতে শরীক হওয়ার চেষ্টা করে। কিন্তু মসজিদ বড় হওয়ার কারণে অনেকে রুকুতে শরীক হতে না পেরে মাসবুক হয়ে যায়। তাই কোনো সময় আমি রুকুকে একটু দীর্ঘ করি, যাতে মুসল্লীরা রুকুতে শরীক হতে পারে। এভাবে রুকুকে দীর্ঘ করা কি শরীয়তের দৃষ্টিতে অনুমোদিত? জানিয়ে উপকৃত করবেন।
Answer
আগত মুসল্লীরা যাতে রুকুতে শরীক হতে পারে এ নিয়তে রুকুতে কিছুটা বিলম্ব করা যাবে। কিন্তু কোনো বিশেষ ব্যক্তির মনোরঞ্জন কিংবা কারো ভয়ে এমনটি করা জায়েয নয়।
-আলমুহীতুল বুরহানী ২/১১৫; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যা ১/১০৮; খিযানাতুল আকমাল ১/১৪০; শরহুল মুনয়া ২৮২; আততাজনীস ওয়াল মাযীদ ২/১৬