Shaban-Ramadan 1439 || May-June 2018

যুবাইদুল ইসলাম - যাত্রাবাড়ী ঢাকা

৪৪২৯. Question

মুহতারাম মুফতী সাহেব, আমার জানার বিষয় হল, অনেক মসজিদে খতীবদেরকে দেখা যায় যে, তাঁরা খুতবার সময় হাতে লাঠি ব্যবহার করেন আবার কেউ তা ব্যবহার করেন না। আসলে কোন্ আমলটি শরীয়তসম্মত? জানিয়ে উপকৃত করবেন।

Answer

জুমার খুতবার সময় হাতে লাঠি বা ধনুক রাখার কথা হাদীস শরীফে আছে। তাই কোনো কোনো ফকীহ একে মুস্তাহাব বলেছেন। তবে লাঠি নেওয়া যেহেতু আবশ্যক নয় তাই একে সুন্নত বা জরুরি মনে করা যাবে না। এবং খতীবকে এ ব্যাপারে বাধ্যও করা যাবে না।

-সুনানে আবু দাউদ, হাদীস ১০৮৯;  হালবাতুল মুজাল্লী ২/৫৪৪; আলবাহরুর রায়েক ২/১৪৮; রদ্দুল মুহতার ২/১৬৩; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী পৃ. ২৮০; ইলাউস সুনান ৮/৭২

Read more Question/Answer of this issue