Shaban-Ramadan 1439 || May-June 2018

উমর আহমদ - সিলেট

৪৪২৮. Question

মুহতারাম মুফতী সাহেব। আমার জানার বিষয় হল, মাসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া নামাযের জন্য কখন দাঁড়াবে? কেননা অনেক সময় দেখা যায় যে, ইমাম প্রথম সালাম দেওয়ার সাথে সাথেই কেউ দাঁড়িয়ে যায় কিংবা কেউ ইমামের দুই সালাম দেওয়ার পর দাঁড়ায়। আসলে কোনটি সঠিক?

Answer

ইমামের দু’দিকে সালাম ফিরানোর পরেই মাসবুকের দাঁড়ানো উচিত। এর আগে দাঁড়ানো অনুত্তম।

-খিযানাতুল আকমাল ১/৫৮; বাদায়েউস সানায়ে ১/৫৬৩; হালবাতুল মুজাল্লী ২/৪৬৪; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী পৃ.২৫২

Read more Question/Answer of this issue