Rajab 1439 || April 2018

উম্মে হাবীবা - পল্লবী, ঢাকা

৪৪১২. Question

হুজুর আমার একটি মেয়ে হয়েছে। আমি অসুস্থতার কারণে তাকে দুধপান করাতে পারছি না। আমাদের পাশের ফ্ল্যাটেই আমার বড় ভাই সপরিবারে থাকে। তাই আমার মেয়েকে তার মামির দুধ পান করাতে চাচ্ছি। এতে কোনো সমস্যা হবে কি? জানালে উপকৃত হব।

Answer

হাঁ, আপনার মেয়েকে তার মামির দুধ পান করাতে পারবেন। এতে অসুবিধা নেই। আর আপনার মেয়েকে তার মামির দুধ পান করালে সেই মামির সন্তানাদি তার দুধ ভাই-বোনের মত হয়ে যাবে।

প্রকাশ থাকে যে, যেহেতু দুধপানের কারণে বিবাহ ও পর্দা বিষয়ক অনেক মাসআলার সম্মুখীন হতে হয় তাই এ বিষয়গুলো বিজ্ঞ আলেম থেকে জেনে নেয়া উচিত।

-কিতাবুল আছল ৪/৩৫৯; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩৬২; আলমাবসূত, সারাখসী ৫/১৩২; বাদায়েউস সানায়ে ৩/৩৯৬; রদ্দুল মুহতার ৩/২১৩

Read more Question/Answer of this issue