Rajab 1439 || April 2018

মুহাম্মাদ রাফিক উদ্দীন - নোয়াখালী

৪৪০১. Question

সড়ক দুর্ঘটনায় আমাদের ইমাম সাহেবের একটি হাত ভেঙ্গে যায়। ফলে প্লাস্টার করা হয়। এখন তিনি প্লাস্টারের উপর মাসেহ করে নামায পড়ান। প্রশ্ন হল, এই ইমামের পেছনে আমাদের ইক্তিদা কি সহীহ হবে? জানিয়ে বাধিত করবেন।

Answer

হাঁ, উক্ত ইমামের পেছনে আপনাদের নামায পড়া সহীহ হবে। কারণ, মাসেহকারীর পেছনে অন্যদের ইক্তিদা করা সহীহ।

-বাদায়েউস সানায়ে ১/৩৫৫; খুলাসাতুল ফাতাওয়া ১/১৪৭; হালবাতুল মুজাল্লী ১/৩৪৬; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪২২

Read more Question/Answer of this issue