সাদেকুল ইসলাম - সিলেট
৪৩৯৭. Question
আমার সর্দি লাগে। একসময় তা ঘন ও শক্ত হয়ে যায়। তাই ঘন সর্দির সাথে কখনো জমাটবাঁধা রক্ত বের হয়ে আসে। তাই জানতে চাচ্ছি, এভাবে সর্দির সাথে জমাটবাঁধা রক্ত বের হলে কি অযু নষ্ট হয়ে যাবে?
Answer
নাক দিয়ে জমাটবাঁধা রক্ত বের হলে অযু নষ্ট হয় না। তাই সর্দির সাথে জমাটবাঁধা রক্ত বের হলে অযু নষ্ট হবে না।
-আলমুহীতুল বুরহানী ১/২০৩; হালবাতুল মুজাল্লী ১/৩৮৪; আসসেআয়া ১/২১২; রদ্দুল মুহতার ১/১৩৯