Shawal 1438 || July 2017

আবু বকর - ওয়েব থেকে প্রাপ্ত

৪১২৯. Question

ছোটবেলায় আমার সামনের একটি দাঁত পড়ে যায়। দাঁতটি আর নতুনভাবে উঠেনি। এখন আমি দাঁতটি অপারেশনের মাধ্যমে লাগিয়ে নিতে চাচ্ছি। যা আমি মরে গেলেও আমার সাথে চলে যাবে। আমি জানতে চাই ইসলাম কি আমাকে এটার অনুমতি দেয়? যদি স্বর্ণ বা রূপার দাঁত লাগাই সেটারও কি অনুমতি আছে? দলিলসহ জানালে উপকৃত হব।

 

Answer

হাঁ, আপনি নতুন দাঁত লাগাতে পারবেন। আর স্বর্ণ বা রূপার দাঁত স্থায়ীভাবে লাগানোও জায়েয। হাদীস শরীফে এসেছে,

عَنْ عَبْدِ اللَهِ بْنِ عَبْدِ اللَهِ بْنِ أُبَيٍّ أَنَ ثَنِيَتَهُ أُصِيبَتْ مَعَ رَسُولِ اللَهِ - صَلَى اللَهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَأَمَرَهُ أَنْ يَتَخِذَ ثَنِيَةً مِنْ ذَهَبٍ.

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো যুদ্ধে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই রা.-এর সামনের দাঁত পড়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বর্ণের দাঁত লাগানোর নির্দেশ দেন।’ (মুসনাদে বাযযার, হাদীস ৩০১১; মাজমাউয যাওয়ায়েদ, হাদীস ৮৭১৩)

উল্লেখ্য, স্থায়ীভাবে স্বর্ণ বা রুপার দাঁত লাগানো হলে মৃত্যুর পর তা খুলবে না।

-শরহু মুশকিলিল আসার ৪/৩৫-৩৯; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১৩১; এলাউস সুনান ১৭/২৯৫

Read more Question/Answer of this issue